মালয়েশিয়ায় কেলানতানের কোটাভারুতে অভিযান চালিয়ে সাত বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটাভারুতে অভিযান চালিয়ে সাত বাংলাদেশিসহ মোট ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কেলানতানের ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১৫ জানুয়ারি) সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেফতার করা হয়েছে।
কেলানতানের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, এনফোর্সমেন্ট বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় এবং এতে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি, একজন মিয়ানমারের নাগরিক, একজন পাকিস্তানি, চারজন ভারতীয় এবং দু’জন শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬ (১) (সি) এর অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহাম্মদ ইউসুফ খান আরও জানান, অভিযানের পর গ্রেফতারকৃতদের কেলানতানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সেখানে তাদের অবস্থা যাচাই এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সাধারণ জনগণকে বিদেশি অভিবাসীদের যেকোনো অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রদান করতে আহ্বান জানান। তিনি বলেন, "জনগণের সহযোগিতা ছাড়া এই ধরনের অভিযান সফল করা সম্ভব নয়। দেশকে নিরাপদ ও অবৈধ কার্যকলাপ মুক্ত রাখতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।"
উল্লেখ্য, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসন ও বিদেশি নাগরিকদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এর আগেও দেশটির বিভিন্ন প্রদেশে নিয়মিত অভিযান চালিয়ে বহু অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।