মালয়েশিয়া অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে না

By Admin | Published on January 13, 2025


অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে না মালয়েশিয়া 


অবৈধ অভিবাসীদের বৈধকরণে অনিচ্ছুক
মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বৈধকরণের কোনো পদক্ষেপ নিতে রাজি হচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ৩.০’ (আরটিকে ৩.০) চালুর গুজব ছড়িয়ে পড়লেও, দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) একে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছে।
দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, এখন পর্যন্ত আরটিকে ৩.০ চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জনসাধারণকে অনুরোধ করেছেন যেন তারা আরটিকে প্রোগ্রামের নাম ব্যবহার করে ছড়ানো কোনো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়। সঠিক তথ্যের জন্য জেআইএমের অফিসিয়াল পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ফলো করার পরামর্শ দিয়েছেন।
সারসংক্ষেপে: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণের কোনো আশা নেই। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

শেয়ার করুন