মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন

By Admin | Published on January 25, 2025


মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন 

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সেবা প্রদানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় প্রবাসীদের মাঝে দ্রুত এবং নিরবচ্ছিন্ন কনস্যুলার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চলছে।

এই প্রচেষ্টার অংশ হিসেবে, গত ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহের বিশেষ ব্যবস্থায় ১০ হাজারেরও বেশি প্রবাসীর হাতে নতুন পাসপোর্ট বিতরণ করা হয়েছে। সরকারি ছুটির দিন উপেক্ষা করে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের সেবা প্রদানে হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
জোহর রাজ্যের পাসপোর্ট বিতরণ কার্যক্রম ছিল এই সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সেলর মিয়া মো. কিয়ামউদ্দিন নিজে উপস্থিত থেকে প্রবাসীদের হাতে হাতে পাসপোর্ট তুলে দিয়েছেন। তার নেতৃত্বে পুরো টিম একত্রিত হয়ে সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন করেছে।
প্রবাসীদের মধ্যে কনস্যুলার সেবা নিয়ে সন্তুষ্টি দেখা গেছে। অনেক প্রবাসীই জানিয়েছেন, দীর্ঘদিন পর এত দ্রুত এবং সুষ্ঠুভাবে পাসপোর্ট পাওয়া তাদের জন্য স্বস্তিদায়ক। নতুন পাসপোর্ট প্রাপ্তি তাদের কর্মসংস্থান এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে বিশেষ ভূমিকা রাখছে।
হাইকমিশনের এই উদ্যোগ শুধু পাসপোর্ট বিতরণেই সীমাবদ্ধ ছিল না। একইসঙ্গে কনস্যুলার সেবার আওতায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোও প্রবাসীদের মাঝে পৌঁছে দেওয়া হয়। পাসপোর্ট নবায়ন, ভিসা ইস্যু, কনস্যুলার প্রত্যয়নসহ নানা সেবা নিশ্চিত করতে টিম
দিনরাত কাজ করেছে।

শেয়ার করুন