স্থানীয়দের সঙ্গে দাঙ্গা, মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশির রিমান্ড

By Admin | Published on January 22, 2025


মালয়েশিয়ায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, ১৫ বাংলাদেশি শ্রমিক রিমান্ডে


মালয়েশিয়ার একটি নির্মাণ প্রকল্পের সাইটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জন বাংলাদেশি শ্রমিককে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স্থানীয় বালিক পুলাউ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক চিয়া হুই তিং বুধবার (২২ জানুয়ারি) 
এই রিমান্ডের আদেশ দেন। আটককৃত শ্রমিকদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে দেশটির দণ্ডবিধির ধারা ১৪৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। এক স্থানীয় সুপারভাইজার এবং এক বাংলাদেশি শ্রমিকের মধ্যে কথা কাটাকাটির জেরে এই উত্তেজনার সূত্রপাত হয়। দুই পক্ষের মধ্যে বিরোধ দ্রুত তীব্র আকার ধারণ করে এবং একপর্যায়ে
 সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে নির্মাণ সাইটে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় এক স্থানীয় ব্যক্তির মাথায় আঘাত লাগে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়ারপর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সাজালি আদম জানিয়েছেন, ১৫ বাংলাদেশি শ্রমিককে ইতোমধ্যেই রিমান্ডে নেওয়া হয়েছে এবং এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ ঘটনাটি মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের 
বিরোধের আরও একটি উদাহরণ হিসেবে উঠে এসেছে। এ বিষয়ে দেশটির প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন