মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ অভিবাসী করানোর দায় ৪ জন মালয়েশিয়ান নাগরিক আটক
আলর সেতার, ৭ জানুয়ারি ২০২৫: অভিবাসীদের অবৈধভাবে দেশে আনা ও পাচারের অভিযোগে আজ আলর সেতার সেশন ২ আদালতে চারজন মালয়েশিয়ার নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে এই চারজন মিলে ২২ জন অভিবাসীকে দেশে নিয়ে আসে। তাদেরকে টেকাই কিরি জেলার কাম্পুং সিরহে একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে চোরাবালি বিরোধী ব্যক্তি ও অভিবাসী বিরোধী আইন ২০০৭ এর ২৬জে এবং ২৬এইচ ধারায় মামলা করা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার রিংগিট জরিমানা হতে পারে।
আদালত আগামী ২৬ মার্চ আবার এই মামলায় শুনানি করবে।
এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি?
এই ঘটনাটি আমাদের সকলকে সতর্ক করে দেয় যে, অভিবাসীদের চোরাচালান একটি গুরুতর অপরাধ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। আমাদের সকলকেই এই ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং সহযোগিতা করতে হবে।
এই মুহূর্তে অবৈধ পথে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করবেন না। মালয়েশিয়া ইমিগ্রেশন এই মুহূর্তে তাদের বর্ডারের সীমান্ত চেক বাড়িয়েছে
[জলিল আহমদ]