মালয়েশিয়ার পেতালিং জায়া অবৈধ ব্যবসা ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান।

মালয়েশিয়ার পেতালিং জায়া, ৮ জানুয়ারি, ২০২৫:
পেতালিং জায়া মেয়রালটি (এমবিপিজে) পিজেএস ২ এবং সুঙ্গাই ওয়ে এর সেরি সেটিয়া বাজার এলাকায় অবৈধ ব্যবসা এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এই যৌথ অভিযানটি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সাথে মিলে চালানো হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন পেতালিং জায়ার মেয়র, মোহাম্মদ জাহির বিন হাজি সামিঙ্গন। তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা, বিশেষ করে বিদেশীদের দ্বারা পরিচালিত ব্যবসা বন্ধ করা এবং সকল ব্যবসা যাতে আইনসঙ্গতভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করা।
অভিযানের ফলাফল:
* ১৮টি প্রতিষ্ঠান সিল: এই অভিযানে ১৮টি লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয়েছে।
* ২০ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার: ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন দেশের ২০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।
মেয়রের বক্তব্য:
পেতালিং জয়া মেয়র জানান, তারা এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। যে কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াতে অনেক বাংলাদেশী প্রবাসী আছে যারা বিভিন্ন মুদি দোকানে চাকরি করে এবং তাদের মধ্যে অনেকেরই পাসপোর্ট ভিসা নেই তারা সবাই সাবধানে কাজ করবেন।
মালয়েশিয়া সরকার এর দেওয়া অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগের সময়সীমা যেহেতু শেষ হয়ে গেছে তাই মালয়েশিয়া সরকার এই মুহূর্তে ধর পাকোড়া আগের তুলনায় বেশি চালাবে
[ জলিল আহমদ]