মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের সময় বাংলাদেশী আটক

By Admin | Published on January 11, 2025


অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক


"মালয়েশিয়ার সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ধরা পড়েছেন এক বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কেলানতান রাজ্যের সুঙ্গাই গোলোক নদীর তীরে।"

"সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, টহল দেওয়ার সময় তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে দুজন নদী পার হয়ে পালিয়ে গেলেও একজন ধরা পড়েন।"

"আটকের সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ট্যুরিস্ট ভিসা, মোবাইল ফোন, একটি ব্যাগ, এবং কিছু বাংলাদেশি ও মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করা হয়।"

"প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যুবক বাংলাদেশ থেকে প্রথমে থাইল্যান্ডে যান। সেখান থেকে পাচারকারীরা তাকে সীমান্তে নিয়ে আসে এবং প্রতিশ্রুতি দেয়, তাকে মালয়েশিয়ায় ঢুকিয়ে দেবে। কিন্তু নদীর তীরে পৌঁছানোর পর পাচারকারীরা তাকে ফেলে পালিয়ে যায়।"


"পরে তাকে মালয়েশিয়ার তানাহ মেরাহ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে তার বয়স ২৭ বছর।"


"মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

"এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় যে, অবৈধ পথে বিদেশ যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই, বৈধ উপায়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা করুন এবং দালালদের ফাঁদে পড়া থেকে নিজেকে রক্ষা করুন।"""''

শেয়ার করুন