মালয়েশিয়ায় জোরপূর্বক কৃষিকাজ, ৮ বাংলাদেশি উদ্ধার

By Admin | Published on January 22, 2025


মালয়েশিয়ায় আট বাংলাদেশি শ্রমিক উদ্ধার জোরপূর্বক শ্রম ও মানবপাচার 



মালয়েশিয়ার গুয়া মুসাং এলাকার লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে আটজন বাংলাদেশি শ্রমিককে জোরপূর্বক শ্রমে নিযুক্ত করার অভিযোগে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (জেএসজে) ডি৩ অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন (অ্যাটিপসম) পরিচালিত একটি অভিযানে এই শ্রমিকদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শ্রমিকদের বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে। তারা জানান, ছয় থেকে সাত মাস ধরে তারা শারীরিক ও মানসিক শোষণের শিকার ছিলেন। নিয়মিত বেতন না দেওয়া, কঠোর পরিশ্রম করতে বাধ্য করা এবং খারাপ পরিবেশে কাজ করানোর অভিযোগ উঠে আসে।

অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন স্থানীয় পুরুষ, যারা খামারের মালিক ও পরিচালকের দায়িত্বে ছিলেন। বাকি ২২ জন ছিলেন বিদেশি শ্রমিক, যাদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে। এই শ্রমিকরা বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে আসা অভিবাসী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন এবং অভিবাসন আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা তদন্তের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উদ্ধারকৃত শ্রমিকদের দিয়ে বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো চাষ করানো হতো। পুলিশ জানিয়েছে, কাজের পরিবেশ ছিল অত্যন্ত কঠিন এবং শ্রমিকরা কোনো ধরনের আর্থিক সুবিধা বা সুরক্ষা পাননি।
অ্যাটিপসমের সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান সান্তং জানিয়েছেন, উদ্ধার হওয়া শ্রমিকদের আইনি সহায়তা প্রদান এবং তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। মানবপাচার ও জোরপূর্বক শ্রম শোষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই ঘটনা মালয়েশিয়ার কৃষি খাতে শ্রমিক শোষণের একটি নির্মম চিত্র তুলে ধরে। আমরা এটি সম্পূর্ণ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস বিষয়টি নিয়ে তৎপর হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শ্রমিকদের আইনি ও মানবিক সহায়তা দিতে প্রস্তুত। একই সঙ্গে মালয়েশিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করে এই ধরনের শোষণ বন্ধে কাজ করার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন