মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর জেল পুলিশ অফিসার কে ঘুষ দেয়ার অভিযোগে।

By Admin | Published on January 10, 2025


মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে পুলিশের কর্মকর্তাকে ঘুষের অভিযোগ।

মালয়েশিয়ার একটি দায়রা আদালত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বাংলাদেশিকে ৩ হাজার ৯০০ রিঙ্গিত ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। আসামি সালাহ উদ্দিন (৩৪) আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন ১ জানুয়ারি রাতে কুয়ালা সেলাঙ্গরের একটি পুলিশ স্টেশনে একজন ইন্সপেক্টরকে ঘুষ দিয়েছিলেন। অভিযোগ করা হয়েছে যে, তিনি এই ঘুষটি দিয়েছিলেন তার ছোট ভাইকে চুরির অভিযোগ থেকে মুক্ত করার জন্য।

মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন (MACC) আইন ২০০৯-এর ধারা ১৭(বি) অনুসারে, দোষী প্রমাণিত হলে সালাহ উদ্দিনকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ঘুষের পরিমাণ বা মূল্য পাঁচ গুণ জরিমানা অথবা ১০ হাজার রিঙ্গিত প্রদান করতে হবে। বিচারক আওয়াং কেরিসনাদা আওয়াং মাহমুদ সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর না করে আগামী ১২ ফেব্রুয়ারি মামলার পুনঃশুনানির দিন ধার্য করেছেন।
এই ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 
মালয়েশিয়ান প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা যখন তখন মালয়েশিয়ান পুলিশদের কে ঘোষ দেয়ার কথা বলবেন না এতে করে হিতের বিপরীত হতে পারে কারণ মালয়েশিয়াতে সব পুলিশ ঘুষ খায় না যদিও মালি সাথে কেউ আপনাকে বলে থাকে যে মালয়েশিয়ান পুরুষরা অনেক বেশি ঘুষ খায় তবে এটা সব ক্ষেত্রে সঠিক নয়।

মালের সাথে এমন অনেক পুলিশ রয়েছে যারা ঘুষের কথা শুনলে রেগে যায় এবং আপনাকে সাথে সাথে আটক করতে পারে।

মালয়েশিয়াতে পুলিশদেরকে ঘুষ দেয়ার কথা বলার আগে অন্তত ১০০ বার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন যে এই মুহূর্তে আপনার কি করা উচিত।

শেয়ার করুন