মালয়েশিয়ায় জাহিদ নামের এক প্রবাসীকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে আশরাফ নামের আরেক প্রবাসী
প্রতারণার শিকার একজন প্রবাসী
মালয়েশিয়ায় জাহিদ নামে একজন তরুণ, যার নাম হয়তো অনেকেই শুনেছেন। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং যথেষ্ট জনপ্রিয় ছিল। এক বাংলাদেশি বস তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার আগের চাকরি ছাড়তে বাধ্য করে এবং নিজের মোবাইল শপে কাজ করার প্রস্তাব দেয়। জাহিদ প্রথমে বিশ্বাস করেছিল, কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারে, প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক।
জাহিদ যখন সেই মোবাইল শপের চাকরি ছেড়ে দেয়, তখন ওই বাংলাদেশি বস তার উপর মিথ্যা অভিযোগ তোলে এবং তাকে চুরির মামলায় ফাঁসিয়ে পুলিশে ধরিয়ে দেয়। এই ঘটনা শুধু হৃদয়বিদারক নয়, বরং প্রবাসে একজন মানুষের স্বপ্ন এবং সম্মান ধ্বংস করার একটি বাস্তব চিত্র।
মালয়েশিয়াতে ইতিমধ্যেই আশরাফ গেজেট বয়কট এর ডাক উঠেছে।
মালয়েশিয়াতে অনেক পুরনো প্রবাসীরা স্থানীয় নারীদেরকে বিয়ে করে অন্য বাংলাদেশীদের উপর বিভিন্ন সময় অত্যাচার ও জুলুম করে থাকে।
এই আশরাফ তাদের মধ্য থেকেই একজন।
ইতিমধ্যে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের মধ্যে আশরাফকে নিয়ে উত্তেজনা ছড়িয়েছে অনেক মালিশান প্রবাসী আশরাফের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।
এবং জাহিদ যেহেতু অনেক ভালো কন্টেন ক্রিয়েটর তাই জাহিদের বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মালয়েশিয়াতে ফোন দিয়ে নিয়মিত জাহিদের সম্পর্কে খোঁজখবর রাখছে এবং তারা যেকোনো বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
আমাদের শিক্ষা
প্রবাসে একে অপরের সহযোগী হওয়ার পরিবর্তে কেউ কেউ নিজেদের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে। এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। চেষ্টা করুন সরাসরি মালয়েশিয়ার বড় কোম্পানিতে কাজ করতে, যেখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী মূল্য পাবেন এবং সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন।
বাংলাদেশি বসদের অধীনে কাজ করা মানে অনেক সময় নিজের উন্নতির পথ রুদ্ধ করা। তাদের মধ্যে অনেকেই ভালো হলেও কিছু খারাপ মানুষের আচরণ আমাদের প্রবাসী সমাজকে কলঙ্কিত করে। এদের থেকে সাবধান থাকুন এবং অন্য প্রবাসীদের সতর্ক করুন।