মালয়েশিয়ায় ব্যাপক অভিযানে ১৫৩ অভিবাসী আটক, এর মধ্যে ৬৪ বাংলাদেশি

শাহ আলম, মালয়েশিয়া: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে আরো এক বড় সাফল্য এল। বুধবার রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় অভিযান চালিয়ে ১৫৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি।
মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে বেশিরভাগই একটি নির্মাণ সাইটে কাজ করতেন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতেন।
অভিযানের বিস্তারিত: সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানিয়েছেন, অভিযানে দেখা গেছে, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসিক আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যা অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল।
আটকদের জাতীয়তা: আটকদের মধ্যে বাংলাদেশির পাশাপাশি ইন্দোনেশিয়ান, মিয়ানমার, নেপাল এবং ভারতের নাগরিকরাও রয়েছেন।
কঠোর ব্যবস্থা: মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কোনো আপস করবে না।
উল্লেখ্য: মালয়েশিয়া প্রায়ই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীরা এখানে নিয়মিত গ্রেফতার হন।
মালয়েশিয়াতে এখনো যে সকল প্রবাসীরা বৈধ হতে পারেননি তারা বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না এই মুহূর্তে সারা মালিকের সাথে বিপুল পরিমাণ ধরপাকড় অপারেশন চালাবে মালয়েশিয়ার ইমিগ্রেশন।