মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো প্রবাসী বাংলাদেশীর

By Admin | Published on January 15, 2025


মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির


মালয়েশিয়ায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের উত্তর-দক্ষিণ মহাসড়কে চারটি গাড়ির সংঘর্ষে মো. ইউসুফ আলী (৪৪) নামের এক বাংলাদেশিসহ তিনজন নি,হত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন ৬ জন।

বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেমবাউ জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শাইক আবদুল কাদের শাইখ মোহাম্মদ।

 ঘটনাস্থলেই নিহত দুজন হলেন- লরিচালক মো. এসা দাহারিন (৭৩) এবং চালকের পাশে থাকা বাংলাদেশি মো. ইউসুফ আলী (৪৪)। অপর একজন, স্থানীয় নাগরিক টেরেন্স এনিজি ঝি ইয়াং (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যিনি কুয়ালালামপুরের সানওয়ে কলেজের ছাত্র ছিলেন।
পুলিশ প্রাথমিক তদন্তে জানা যায়, একটি মিতসুবিশি ফুসো লরি নিয়ে চালক মো. এসা দাহারিন (৭৩) আয়ের কেরোহ থেকে সেনাওয়াংয়ের দিকে বাম লেনে গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে ধাক্কা লেগে বাম পাশে ছিটকে পড়ে। এ সময় পেছনে থাকা একটি হোন্ডা গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে পেছনে থাকা বিএমডব্লিউ ও টয়োটা ভায়োস গাড়ির পরপর সংঘর্ষ হয়।

পরে রেম্বাউ হাসপাতালে নেওয়া হলে হোন্ডার যাত্রী মা,রা যান এবং গাড়িটির চালক ও এক নারীসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। হোন্ডার চালক এবং যাত্রীরা শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

এ দুর্ঘটনায় বিএমডব্লিউচালক ২৯ বছর বয়সী স্থানীয় নাগরিক এবং একজন গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, ম রদেহ তিনটি ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন