মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

By Admin | Published on January 29, 2025


মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উচ্চতা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এই তথ্য নিশ্চিত ।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের একজন মুখপাত্র জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওই শ্রমিক হঠাৎ ভারসাম্য হারিয়ে প্রায় ৮ মিটার (প্রায় ২৬ ফুট) উঁচু থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সকাল ৯টার দিকে একটি দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে তার সহকর্মীরা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাকে একটি খোলা জায়গায় নিয়ে আসেন, যেখানে তিনি নিথর অবস্থায় পড়ে ছিলেন।

উদ্ধারকারী দলের প্রধান জানান, শ্রমিকটিকে বাঁচানোর জন্য ঘটনাস্থলেই কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয়। সিপিআর একটি জরুরি চিকিৎসা পদ্ধতি, যা হার্ট অ্যাটাক, শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তবে চিকিৎসা প্রয়োগের পরও তার অবস্থার কোনো উন্নতি হয়নি এবং কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মালয়েশিয়ার আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে থাকে। মৃতদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত বাংলাদেশি শ্রমিকের নাম ও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। শুধুমাত্র তার বয়স ৪৩ বছর বলে নিশ্চিত হওয়া গেছে।

মালয়েশিয়ায় নির্মাণ খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তবে কর্মপরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মানা না হলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নির্মাণকাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে শ্রমিকদের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে নিয়মিত নিরাপত্তা পরিদর্শন, সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার এবং শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি।
এই মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যারা উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমায়, তাদের সুরক্ষা নিশ্চিত করা মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব। এ ঘটনার পর পরবর্তী পদক্ষেপ হিসেবে মালয়েশিয়ান প্রশাসন ও বাংলাদেশি দূতাবাস কী পদক্ষেপ নেয়, তা দেখার বিষয়।

শেয়ার করুন