প্রত্যেকটা প্রবাসীকে তার বাপ মা ঠকায় তার স্ত্রী সন্তান ঠকায় ভাই বন্ধু আত্মীয়-স্বজন সবাই ঠকায়।

By Admin | Published on January 15, 2025


তোর ভাই তো মালয়েশিয়াতে থাকে তোর ভাইকে ফোন দিয়ে বল একটা iphone ষোল প্রো ম্যাক্স পাঠাতে।


দেশের মানুষের জন্য প্রবাসীরা জীবন দেয় অথচ তারাই দেশে বসে বসে খায় এবং প্রবাসীদের উপর জুলুম করে।


প্রত্যেকটা প্রবাসীকে তার বাপ মা ঠকায় তার স্ত্রী সন্তান ঠকায় ভাই বন্ধু আত্মীয়-স্বজন সবাই ঠকায়। 


প্রবাসীদের জন্মই হয় শুধুমাত্র মানুষের উপকার করার জন্য হাই রে প্রবাস


প্রবাসী শ্রমিকরা এক অনবদ্য সংগ্রামের মাধ্যমে তাদের পরিবারের জন্য জীবনযুদ্ধ করে, কিন্তু তাদের এই পরিশ্রমের মূল্য মাঝে মাঝে আমরা বুঝতে পারি না। ছবিতে দেখা যাচ্ছে, একজন শ্রমিক যেভাবে উচ্চতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে, তাতে তার জীবনের ঝুঁকি এবং পরিশ্রমের মাপটা স্পষ্ট। প্রবাসীরা প্রতিদিন এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে তাদের পরিবারের সুখ-শান্তি ও ভবিষ্যতের জন্য অর্থ উপার্জন করছে।


তাদের কষ্টের তুলনায়, অনেক সময় আমাদের দৈনন্দিন চাহিদা যেমন নতুন আইফোন কেনার ইচ্ছে, সেই চাহিদা পূরণের জন্য আমরা তাদের সঙ্গে তুলনা করি, কিন্তু আমরা কখনও ভাবি না যে, একেকটি ফোন কিনতে তাদের কতটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়।

একজন প্রবাসী মানুষের পক্ষে এই পৃথিবীতে টিকে থাকা কতটা কঠিন, তা কেবল তারাই জানে। তাদের কষ্টের কোনো শেষ নেই, কিন্তু তাদের সেসব কষ্ট সত্ত্বেও তারা আমাদের পরিবারের জন্য জীবনযুদ্ধে লড়াই করে। প্রবাসীদের দুঃখের প্রকৃত পরিমাণ বুঝতে হলে আমাদের তাদের পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করতে হবে। তাদের কষ্টের মূল্য কতটুকু? তারা কখনও বিশ্রাম পায় না, সারা দিন কঠোর পরিশ্রম করে কেবল পরিবারকে ভালো রাখার জন্য।

কিন্তু, কিছুটা দুঃখজনক হলেও সত্য, অনেক সময় তাদের ত্যাগ এবং পরিশ্রমের জন্য আমাদের মূল্যায়ন বা শ্রদ্ধা যেন একেবারে অনুপস্থিত। আমরা যেন তাদের অবস্থানকে অবহেলা করি। তাদের এক-একটা দিন কাটে চরম অভাব-অনটনে, অথচ আমরা তাদের এই কষ্টগুলো দেখতে পাই না, বুঝতে পারি না।

আমরা প্রবাসীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, তাদের জীবনযুদ্ধকে সম্মান করি, এবং নিজেদের মাঝে দয়ার মনোভাব সৃষ্টি করি। আজকে যদি আমাদের মনে হয় যে একটি নতুন ফোন প্রয়োজন, তবে মনে রাখুন, সেই ফোনের জন্য প্রবাসী ভাই-বোনেরা তাদের জীবনের নিরাপত্তা এবং সুখের সঙ্গ ত্যাগ করে কাজ করছেন। তাদের কষ্টের মূল্য জানার চেষ্টা করুন।

আপনি বাংলাদেশে চোখে যে পরিমাণ ঘুম নিয়ে বিছানা থেকে উঠে টয়লেটে যেতে চান না,
অথচ প্রত্যেকটা প্রবাসী চোখে তার চেয়ে বেশি ঘুম নিয়ে প্রত্যেকদিন কাজে যায়।

শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে একদিনও ছুটি কাটায় না। 

যদি সম্ভব হয় প্রবাসীদের কষ্ট বোঝার চেষ্টা করুন তাদেরকে ভালবাসুন

#প্রবাসী #প্রবাসীদেরদুঃখ #কষ্ট #তাদেরসঙ্গে_শ্রদ্ধা


শেয়ার করুন