সাগরপথে মালয়েশিয়া যেতে পাহাড়ে অবস্থান বাংলাদেশি ও রোহিঙ্গাদের

By Admin | Published on January 26, 2025


সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফে উদ্ধার অভিযান

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে অবস্থান নিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ 
নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৮ জন রোহিঙ্গা। এছাড়া একজন মানবপাচারকারীকে
 আটক করা হয়েছে।
শনিবার নৌবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে যে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের 
মধ্যম কচ্ছপিয়া এলাকায় পাহাড়ে ৪০-৫০ জন মানুষকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা ছিল। এ খবর পেয়ে নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় নৌবাহিনী মানবপাচার চক্রের সদস্য কেফায়েত উল্লাহকে আটক করার চেষ্টা করে। তবে তিনি পাহাড়ের দিকে পালিয়ে 
যান। পরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে পাহাড়ের ঢালে অবস্থানরত ১৬ জনকে উদ্ধার করা হয়।
অভিযানের সময় মানবপাচার চক্রের একজন সদস্য মো. আব্দুল্লাহ (২৫) কে আটক করা হয়েছে। তিনি টেকনাফের বাহারছড়া মধ্যম কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৮ জন রোহিঙ্গা নারী ও শিশু রয়েছে। তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছিল
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 

(ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, 
নৌবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়া উদ্ধার 
হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সাম্প্রতিক সময়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মানবপাচারকারীরা আর্থিক লোভ দেখিয়ে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় প্ররোচিত করছে। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ ধরনের মানবপাচার রোধে স্থানীয় প্রশাসন, নৌবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন